• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
আইপিএল

কেকেআরের নেতৃত্বে আইয়ার?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৫:৩০ পিএম
কেকেআরের নেতৃত্বে আইয়ার?
ফাইল ছবি

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম শুরু হয়েছে। মার্কি ক্যাটাগরির খেলোয়াড়দের নিলামের বিডে ১২ কোটি রুপিতে ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরে আইয়ারের অন্তর্ভুক্তিতে আইপিএল পাড়ায় নতুন গুঞ্জন উঠেছে তবে কি আগামী মৌসুমে তিনিই দলের অধিনায়ক হবেন? 

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় নিলামের বিডে শ্রেয়সের নাম আসার সঙ্গে সঙ্গেই আগ্রহী দেখায় কলকাতার টেবিলকে। প্রথম থেকেই বিড করছিলেন তারা। বাকি ফ্রাঞ্চাইজিরা বিডে যোগ দিলেও কলকাতাকে দেখে মনে হচ্ছিল তারা শ্রেয়সকে নিতে মরিয়া। বাকিরা যেখানে বিড করার জন্য কিছুটা সময় নিচ্ছিলেন, কলকাতা সেখানে খুব দ্রুত বিড করছিল। শেষে ১২ কোটির পরে গিয়ে বাকিরা হাল ছেড়ে দেয়।

আইপিএলের গত আসরে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের হাতে অধিনায়কত্ব দিয়েছিল কলকাতা। এবার তাকে ছেড়ে দিয়েছে তারা। এছাড়া দলের সঙ্গে নেই ২০২০ সালে অধিনায়কত্ব করা ভারতীয় উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিকও। তাই ধারণা করা হচ্ছিল, তরুণ ব্যাটার শুভমান গিলকে অধিনায়কের দায়িত্ব দিতে পারে ব্রেন্ডন ম্যাককুলামের দল। কিন্তু রিটেইন খেলোয়াড়দের তালিকায় তার নাম না থাকায় তাকেও কিনে নিয়েছে গুজরাত টাইটানস। ফলে নতুন অধিনায়কের প্রয়োজন ছিল কলকাতার।

শ্রেয়স এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়ক ছিলেন। তবে চোট পেয়ে একাদশ থেকে ছিটকে গেলে দিল্লির অধিনায়ক করা হয় ঋষভ পন্থকে। এরপর চোট সারিয়ে দলে ফিরলেও ফ্রাঞ্চাইজিটি পন্থকেই অধিনায়ক রাখেন। এই সিদ্ধান্তে শ্রেয়স মোটেও সন্তুষ্ট ছিলেন না বলে খবর। তিনি নাকি জানিয়েছিলেন, যে দলেই তিনি যাবেন অধিনায়ক হিসাবে যাবেন। সেটাই কি হতে চলেছে? নিলাম কিন্তু সে কথাই বলছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!