• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল শ্রীলঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৫:৫২ পিএম
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টানা দুই জয় পেল শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজের দুইটিতেই জিতে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশের লজ্জা দিল লঙ্কানরা। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। আর দুই টেস্টেই বল হাতে কারিশমা দেখিয়ে সিরিজ সেরা হয়েছেন রামেশ মেন্ডিস। 

করুনারত্নের ১৪৭ ও ৮৩ রানে ভর করে প্রথম টেস্টে ১৮৭ রানের জয় পেয়েছিল লঙ্কানরা। দ্বিতীয় টেস্টেও এসে ১৬৪ রানের জয় পেয়েছে তারা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে খালি হাতেই ফিরল ওয়েস্ট ইন্ডিজ। 

দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২০৪ রান করে লঙ্কানরা। পাথুম নিষাঙ্কা ৭৩, অধিনায়ক দিমুথ করুনারত্নের ৪২ ও আঞ্জেলো ম্যাথুউসের ২৯ রানে ভর করে এই রান করে শ্রীলঙ্কা। পাঁচ উইকেট শিকার করেন ভিরাসাম্মি পিরমাউল। এছাড়া চার উইকেট নেন জোমেল ওয়ারিকান। 

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রামেশ মেন্ডিসের বোলিং তুপে পড়ে ২৫৩ রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ৭২, জার্মাইন ব্ল্যাকউড ৪৪ ও এনকুমা বোনার করেন ৩৫ রান। ৬ উইকেট তুলে নেন রামেশ মেন্ডিস। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে ধনাঞ্জয়া ডি সিলভার ১৫৫ ও পাথুম নিষাঙ্কার ৬৬ রানে ভর করে ৩৪৫ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জোমেল ওয়ারিকান নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৩২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। রামেশ মেন্ডিস ও লাসিথ এম্বুল্ডেনিয়া নিয়েছেন পাঁচটি করে উইকেট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!