• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৮:৫৮ পিএম
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আরব আমিরাতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত খেলার ফল পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। দুই ম্যাচ খেলেই সেমিফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও বি গ্রুপ থেকে সেমির টিকিট পেয়েছে শ্রীলঙ্কা। 

বি গ্রুপ থেকে বাদ পড়ে গেছে নেপাল ও কুয়েত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩২২ রানের বিশাল সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। বিপরীতে ২৬২ রানে অলআউট হয়ে যায় নেপাল। ফলে ৬০ রানের জয়ে সেমির টিকিট নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের যুবাদের।

বি গ্রুপে সব দলের দুইটি করে ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। নেপাল ও কুয়েত খুলতে পারেনি পয়েন্টের খাতা। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে সেমিফাইনালে।

নিজেদের প্রথম ম্যাচে ১৫৪ রানের পর দ্বিতীয় ম্যাচে ২২৭ রানের জয় পেয়েছে টাইগার যুবারা। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!