• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আমি আরেকটি ফাইনালে খেলতে চাই: মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৩:১৪ পিএম
আমি আরেকটি ফাইনালে খেলতে চাই: মেসি

তিন তিনটি ফাইনালে হারের ক্ষত কোপা আমেরিকা জিতে সারিয়েছেন মেসি। দেশের হয়ে কয়েক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে মেসির আর্জেন্টিনা। অবশ্য কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে দুর্দান্ত খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। কাতার বিশ্বকাপের দেরি নেই খুব একটা। এই বিশ্বকাপের ফাইনালে খেলতে চান মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী অধিনায়ক। 

জাতীয় দলের হয়ে প্রথম শিরোপার জন্য মেসি যে কতটা মুখিয়ে ছিলেন, তা প্রকাশ পেয়েছে ট্রফি জয়ের উল্লাসে। অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছিলেন এই সাফল্য। মেসি বলেন, ‘জাতীয় দলের হয়ে শিরোপা জয় অসাধারণ ও অবিশ্বাস্য কিছু। কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আমি একটি লক্ষ্য পূরণ করতে পেরেছি। যার জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’

মেসির কাছে আক্ষেপের বিষয় ছিল শিরোপার কাছে গিয়েও না জিততে পারা। কোপা আমেরিকার শিরোপা দলকে সামনে এগিয়ে যেতে অনেক প্রেরণা দেবে বলে আশা করেন সাবেক বার্সা অধিনায়ক। বলেন, ‘আমি এর আগেও বেশ কয়েকবার খুব কাছাকাছি গিয়েও শিরোপাটি জিততে পারিনি। এবার আমরা দুর্দান্তভাবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। এখন আমরা আরও এগিয়ে যেতে চাই।’

বর্তমান স্প্যানিশ কোচ লুইস এনরিকের অধীনে বার্সায় কয়েক মৌসুম খেলেছেন মেসি। বিশ্বকাপের ফাইনালে সাবেক গুরুর মুখোমুখি হওয়াটা কেমন হবে মেসির জন্য? এই বিষয়ে মেসি বলেন, ‘নিঃসন্দেহে (বিশ্বকাপ ফাইনাল) হতে পারে স্পেন বা যেকোনো দলের বিপক্ষেই। আমি আরেকটি ফাইনালে খেলতে চাই এবং আরেকটি লক্ষ্য অর্জন করতে চাই। সেই উদ্দীপনা ও স্বপ্নটা সব সময়ই আছে।’

প্যারিসের ক্লাব পিএসজির হয়েও দুর্দান্ত খেলছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া লিগ দুই জায়গাতেই গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!