• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইপিএলের শুরুর দিনে ফাইনালের স্বাদ


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৪:৫২ পিএম
আইপিএলের শুরুর দিনে ফাইনালের স্বাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ সংস্করণের পর্দা উঠছে আজ শনিবার (২৬ মার্চ)। প্রথম দিনই মাঠে নামছে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলিউড মেগাস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ম্যাচটি রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচের আগে কলকাতা বেশ দুশ্চিন্তায় আছে। কারণ, শুরুর দিকে দুই বিদেশি ভরসা প্যাট কামিন্স ও টিম সাউদি কাউকেই পাচ্ছে না তারা। কামিন্স পাকিস্তানে সিরিজ খেলছেন। তাকে প্রথম পাঁচ ম্যাচে পাওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে সাউদি পারিবারিক কাজে আটকে গেছেন। তাকে প্রথম ম্যাচে পাবে না কেকেআর।

অন্যদিকে সদ্যই অধিনায়ক পরিবর্তন করেছে চেন্নাই। টুর্নামেন্ট শুরুর আগে নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। নতুন অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাদেজা। নতুন অধিনায়ক দলকে ধোনির মতো গোছালো নেতৃত্ব দিতে পারবেন কী না- এটাই চ্যালেঞ্জ। অন্যদিকে, ইনজুরির কারণে প্রথম ম্যাচে পাওয়া যাবে না দীপক চাহারকে। পাশাপাশি দলের অন্যতম প্রধান ভরসা মঈন আলী এখনো ভিসা জটিলতায় আটকে আছেন। তাকেও প্রথম ম্যাচে পাচ্ছে না দলটি।

চেন্নাই সুপার কিংস (সম্ভাব্য একাদশ): ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, রাজবর্ধন হ্যাঙ্গারগেকার ও অ্যাডাম মিলনে।

কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য একাদশ): ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, শিবম মাভি, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

Link copied!