• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইপিএলের মেগা নিলাম : যা জানতে হবে


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ১১:৩৫ এএম
আইপিএলের মেগা নিলাম : যা জানতে হবে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম চার বছর পর ফিরে এসেছে এবং দশটি ফ্র্যাঞ্চাইজি শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তাদের স্কোয়াড তৈরি করতে প্রস্তুত। নিলামের আগের এই অন্তিম মুহূর্তে যা যা জেনে নিতে পারেন।

আইপিএল ২০২২ নিলাম কখন এবং কোথায়?

বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেলা ১২টায়। এটি ১৫তম আইপিএল নিলাম এবং পঞ্চম মেগা নিলাম। ২০১৮ সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ বড় নিলাম। নিলামটি ভারতের স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে।

দলগুলো কি নিলামের আগে কোনো খেলোয়াড় ধরে রেখেছে?

আটটি ফ্র্যাঞ্চাইজি মোট ২৭ জন খেলোয়াড় ধরে রেখেছে।

নিলামে কতজন খেলোয়াড় পাওয়া যাবে?

মোট ৬০০ খেলোয়াড় (৩৭৭ জন ভারতীয় এবং ২২৩ জন বিদেশি)। এই সংক্ষিপ্ত তালিকাটি দশটি ফ্র্যাঞ্চাইজির পছন্দের তালিকার ভিত্তিতে ১ হাজার ২১৪ জন খেলোয়াড়ের মূল তালিকা থেকে ছাঁটাই করা হয়েছিল এবং তারপর নিলামের আগে আরও ১০টি নাম যুক্ত করা হয়েছে।

প্রতিটি দল তাদের স্কোয়াডে সর্বনিম্ন/সর্বোচ্চ কতজন খেলোয়াড় রাখতে পারবে?

প্রতিটি দলের স্কোয়াডে সর্বনিম্ন ১৮ জন এবং সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় থাকতে হবে। দলগুলো মোট ৯০ কোটি রুপি থেকে ন্যূনতম ৬৭.৫ কোটি রুপি খরচ করতে পারবে। প্রতি স্কোয়াডে সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় থাকতে পারে।

নিলাম প্রক্রিয়া কী?

খেলোয়াড়দের তাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিভিন্ন সেটে বিভক্ত করা হয়েছে। মার্কি সেটসহ মোট ৬২টি সেট রয়েছে। যদিও আইপিএল প্লেয়ারদের স্পেশালাইজেশন অনুযায়ী সেটগুলোকে আলাদা করেছে। ক্যাপড এবং আনক্যাপড প্লেয়ারদের কয়েকটি সেটের পর বিকল্প করা হবে।

ক্যাপড ও আনক্যাপড খেলোয়াড়দের বণ্টন কীভাবে?

এখানে মোট ২২৯ জন ক্যাপড প্লেয়ার, ৩৬৪ জন আনক্যাপড এবং সহযোগী দল থেকে সাতজন খেলোয়াড় রয়েছে।

প্রথম দিনে কতজন খেলোয়াড় নিলামে অংশ নেবেন?

শুধু প্রথম ৯৭ জন খেলোয়াড়কে শনিবার নিলামের জন্য ডাকা হবে। তারপর ৯৮-১৬১ জন খেলোয়াড় রোববার মধ্যাহ্নভোজ পর্যন্ত থাকবে। রোববার মধ্যাহ্নভোজের পরে র‍্যাপিড প্রক্রিয়া ১৬২ থেকে শুরু হবে।

র‍্যাপিড প্রক্রিয়া কী?

এই প্রক্রিয়ায় নিলাম প্রক্রিয়াটি দ্রুততর করা হয়। নিলামের প্রথম দিনের পর, ফ্র্যাঞ্চাইজিগুলোকে মনোনয়ন দিতে বলা হবে বাকি পুল থেকে। রোববার সেই খেলোয়াড়দের নিলাম হবে। এই প্রক্রিয়াটির আবার পুনরাবৃত্তি হবে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ততক্ষণ পর্যন্ত অবিক্রীত কাউকে দলে টানতে চায়।

নিলামের জন্য নাম নিবন্ধন করার সময় একজন খেলোয়াড় আনক্যাপড থাকার পর আন্তর্জাতিক অভিষেক হলে কী হবে?

দীপক হুদার উদাহরণ দেওয়া যাক। নিলামে নিবন্ধনের সময় হুদা আনক্যাপড ক্যাটাগরিতে ছিলেন। কিন্তু তিনি গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয়েছিল। শুক্রবার যখন আইপিএল নিলামের তালিকায় আরও দশটি নাম যোগ করে, তখন তারা তাকে ক্যাপড ক্যাটাগরিতে নিয়ে যায় এবং তার ভিত্তি মূল্য ৪০ লাখ রুপি থেকে ৭৫ লাখ রুপিতে উন্নীত করে।

সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভিত্তিমূল্য কত?

সর্বনিম্ন হলো ২০ লাখ (২৭,০০০ ডলার প্রায়) রুপি এবং সর্বোচ্চ হলো ২ কোটি (২,৭০,০০০ ডলার প্রায়) রুপি। দশজন মার্কি খেলোয়াড়ের মূল্য ২ কোটি টাকা। সামগ্রিকভাবে, ২ কোটি রুপি ভিত্তিমূল্যে ৪৮ জন খেলোয়াড় (১৭ ভারতীয় এবং ৩১ বিদেশি) রয়েছেন এবং এরপর ভিত্তি মূল্য ১.৫ কোটি, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ, ৩০ লাখ এবং ২০ লাখে নেমে আসে।

নিলামে সবচেয়ে কম বয়সী ও বয়স্ক খেলোয়াড় কারা?

এই নিলামে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হলেন আফগানিস্তানের ১৭ বছর বয়সী নুর আহমেদ। তিনি একজন বাঁ-হাতি স্পিনার। নূর ইতিমধ্যে বিবিএল, পিএসএল এবং এলপিএল খেলেছেন, তবে তিনি এখনো আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করতে পারেননি।

নিলামে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় টি-টোয়েন্টি অভিজ্ঞ ইমরান তাহির। তিনি ২০২১ সালের সংস্করণে বিজয়ী চেন্নাই সুপার কিংস স্কোয়াডের অংশ ছিলেন। ৪৩ বছর বয়সে তাহির বর্তমানে পিএসএলে মুলতান সুলতানদের প্রতিনিধিত্ব করছেন। তিনি সম্প্রতি এলপিএল এবং লিজেন্ডস লিগ ক্রিকেটেও খেলেছেন।

আইপিএলে কোন কোন বড় তারকা এবারের নিলামে নেই?

নিলাম তালিকা থেকে বাদ পড়া কিছু শীর্ষ নাম—ক্রিস গেইল, বেন স্টোকস, মিচেল স্টার্ক, রিচার্ডসন, কাইল জেমিসন, স্যাম কারেন, ড্যান ক্রিশ্চিয়ান, জো রুট, ক্রিস ওকস, টম ব্যান্টন এবং ম্যাট হেনরি।

নীরব টাইব্রেকার কী?

২০১০ সাল থেকে আইপিএল নিলামে নীরব টাইব্রেকার রয়েছে এবং এটি এখন পর্যন্ত মাত্র তিনবার ব্যবহার করা হয়েছে। এটি কার্যকর হয় যখন একটি ফ্র্যাঞ্চাইজি একজন খেলোয়াড়ের জন্য শেষ বিড করে।

কে হবেন নিলামকারী?

হিউ এডমিডস। তিনি ২০১৮ সালে রিচার্ড ম্যাডলির কাছ থেকে দায়িত্ব নেন এবং তখন থেকেই আইপিএল নিলাম হোস্ট করে আসছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!