• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইপিএলের জন্য টেস্ট খেলবেন না সাকিব?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০২:২২ পিএম
আইপিএলের জন্য টেস্ট খেলবেন না সাকিব?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হলেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এরপরই দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে টাইগাররা। টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে সেখানে। তবে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে দলের সঙ্গে না-ও থাকতে পারেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সময়সূচি ঘোষণা হয়। প্রোটিয়াদের মাটিতে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। আইপিএলে দল পেলে দুই টেস্টে দলে পাওয়া যাবে না সাকিবকে। তবে ওয়ানডে সিরিজে দলে থাকবেন তিনি।

আইপিএলের আসর শুরু হবে ২৭ মার্চ। এ মাসের ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে নিলাম। বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব।

ফরচুন বরিশালের হয়ে টানা চার ম্যাচে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। ১৩ পয়েন্ট নিয়ে দলকে শীর্ষ অবস্থানে পৌঁছে দিয়েছেন।

সুতরাং ২ কোটি রুপির ক্যাটাগরিতে থাকা সাকিবের তাই আইপিএলে দল পেতে খুব একটা অসুবিধা হবে না। তেমন হলে দেশের পক্ষে টেস্ট সিরিজ মিস করবেন তিনি।

তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে সাকিব টেস্ট সিরিজের বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেনি। তবে ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে নিশ্চিত করেছে এই বাঁহাতি অলরাউন্ডার।

Link copied!