• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অ্যাশেজে দর্শকের রোষানলে পড়লেন বেয়ারস্টো ও স্টোকস


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০১:১২ পিএম
অ্যাশেজে দর্শকের রোষানলে পড়লেন বেয়ারস্টো ও স্টোকস

অ্যাশেজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনে চা-বিরতির সময় ৩ উগ্র সমর্থকের রোষানলে পড়েছেন জনি বেয়ারস্টো ও বেন স্টোকস। ইংল্যান্ডের ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সময় বেয়ারস্টো ও স্টোকসকে বাজে কথা বলে গালি দেওয়ায় তিনজনকে সিডনি মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের আশা, পুনরুজ্জীবিত রাখার জন্য সেঞ্চুরি স্ট্যান্ড করা এই জুটি ড্রেসিংরুমে প্রবেশ করার আগে থেমে গিয়েছিল৷ বেয়ারস্টো জবাব দিয়েছিলেন এবং স্টোকস প্রায় এক মিনিট ভিড়ের মধ্যে তাকিয়ে ছিলেন।

সিডনি মর্নিং হেরাল্ড থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজে উগ্র আচরণের দৃশ্য ধরা পড়ে। “স্টোকস, আপনি মোটা,” একজন ভক্ত বলেছিলেন। ইংল্যান্ডের খেলোয়াড়কে বলা হয়েছিল, “তোমার জাম্পার খুলে ফেলো, বেয়ারস্টো, কিছু ওজন কমিয়ে দাও।”

খেলার শেষে বেয়ারস্টো বলেছিলেন, “ভিড়ের মধ্যে থেকে এমন কিছু মন্তব্য এসেছিল যা আসলেই খারাপ ছিল।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!