• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আদালতে অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে জোকোভিচের লড়াই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ১১:০১ এএম
আদালতে অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে জোকোভিচের লড়াই

সার্বিয়ান টেনিস তারকার ১০ম গ্র্যান্ডস্ল্যাম জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার করোনাবিধি। আর তাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ায় কোনো উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন নোভাক জোকোভিচ।

বিবিসি জানায়, টিকা না নেওয়ায় জোকোভিচের ভিসা বাতিল করে দেওয়ায় অস্ট্রেলিয়ার সরকারকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছেন তিনি। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এই মামলা।

স্থানীয় সময় রোববার ভিসা বাতিলের বিরুদ্ধে জোকোভিচের আইনজীবীদের যুক্তিতর্ক পেশ করেন। আর সরকারপক্ষের আইনজীবীরা বিকালে সিদ্ধান্তের পক্ষে লড়াই চালিয়ে যান।

জোকোভিচের আইনজীবীদের যুক্তি, সীমান্ত কর্মকর্তারা এই টেনিস তারকার ভিসা বাতিলের জন্য বৈধ কারণ দেখাতে দিতে ব্যর্থ হয়েছেন। আর সরকার জোর দিয়ে বলছে, জোকোভিচের সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ায় এবং টিকা না নেওয়ায় তাকে অস্ট্রেলিয়া প্রবেশের যোগ্য বলে বিবেচনা করা হবে না।

গত বুধবার বিশ্বের শীর্ষ টেনিস খেলোয়াড়কে মেলবোর্ন বিমানবন্দরে নাটকীয়ভাবে অস্ট্রেলিয়া প্রবেশে বাধা দেওয়া হয়। এরপর তাকে স্থানীয় একটি হোটেলে আইসোলেশনে পাঠানো হয়েছে।

মেলবোর্ন থেকেই অনলাইনে আদালতের শুনানিতে অংশ নিচ্ছেন জোকোভিচ। শুনানি শেষ হলে তাকে আবারও হোটেল রুমে বন্দী থাকতে হবে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সার্বিয়ার সরকার। তাদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টেনিস খেলোয়াড়কে হেনস্তা করা হচ্ছে।

১৭ জানুয়ারি মেলবোর্নে শুরু হবে টেনিসের অন্যতম প্রধান প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন। যেকোনোভাবে এই আসরে জিতলেই ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড় হয়ে যাবেন জোকোভিচ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!