• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অষ্টম পিচিচি জিতলেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৯:৫২ পিএম
অষ্টম পিচিচি জিতলেন মেসি

ব্যালন ডি'অর জয়ীর নাম ঘোষিত হবে কয়েক ঘন্টা পরেই। সপ্তমবারের মতো ব্যালন ডি'অর জিততে যাচ্ছেন মেসি, এমনটাই শোনা যাচ্ছে। চলতি মৌসুমে স্প্যানিশ লিগে খেলছেন না মেসি। কিন্তু এরই মধ্যে অষ্টম পিচিচি ট্রফি পেয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতাকে এই পুরষ্কার দিয়ে থাকে স্প্যানিশ দৈনিক মার্কা। 

অষ্টমবার এই ট্রফি জয়ের মাধ্যেমে সর্বকালের সর্বোচ্চ পিচিচির মালিক হলেন মেসি। মেসির আগে সর্বোচ্চ ছয়বার এই ট্রফি জিতেছেন স্প্যানিশ ফরোয়ার্ড টেলমো জারা। 

এই ট্রফি জিতে নিজেকে গর্বিত মনে করছেন মেসি। টেলমো জারাকে ছাড়িয়ে গেলেও তাকে কেউ ছাড়িয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন মেসি। 

ছয় বারের ব্যালন ডি'অর জয়ী বার্সার সাবেক অধিনায়ক মেসি বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ প্যারিসে আসার জন্য। আমি জানি না আমাকে ছাড়িয়ে যেতে কাউকে দেখবো কি না। কিন্তু এটুকু বলতে পারি, লা লিগার ইতিহাস হতে পারা আমার জন্য গর্বের ব্যাপার। মনে হয়েছিল জারাকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব, কিন্তু শেষ পর্যন্ত আমি পেরেছি। সবকিছুর জন্য খুবই কৃতজ্ঞ।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!