• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

অলিম্পিকে ইতিহাস গড়লেন তুর্কমেনিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৫:৫৪ পিএম
অলিম্পিকে ইতিহাস গড়লেন তুর্কমেনিস্তান

অলিম্পিকে সোনা না জিতে ইতিহাস গড়েছেন পলিনা গুরিয়েভা। ভারোত্তলনে মেয়েদের ৫৯ কেজি বিভাগে পলিনা জিতেছেন রোপা। আর তাতেই অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো পদকের দেখা পেল তুর্কমেনিস্তান।

ভারোত্তলনে মেয়েদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছেন চাইনিজ তাইপের কিউ হুসিং চুন। সোনা জিততে তিনি রেকর্ড ২৩৬ কেজি উঠিয়েছেন।

অন্যদিকে তুর্কমেনিস্তানকে প্রথম পদক এনে দেওয়া পলিনা তুলেছেন ২১৭ কেজি।

আর গুরিয়েভার চেয়ে তিন কেজি কম উঠিয়েছেন জাপানের ভারোত্তলক মিকিকো আনদোহ। তিনি জিতেছেন ব্রোঞ্জ ।  

Link copied!