• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হতে পারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৫:৩৬ পিএম
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হতে পারে
ছবি: সংগৃহীত

এবারই প্রথম এককভাবে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ যেহেতু ভারতই একমাত্র আয়োজক দেশ। তাই তারা আগে থেকেই বিশ্বকাপের জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করে রেখেছে বিসিসিআই। কিন্তু জি নিউজসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বাতিল হয়ে যেতে পারে এবারের বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে কে নাচবেন, কে গাইবেন, আরও কী আয়োজন থাকবে, অতিথি হিসেবেই বা কারা থাকবেন সব পরিকল্পনা আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই। কিন্তু ভারতের গণমাধ্যমগুলোর তথ্য অনুসারে বিসিসিআইয়ের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অনুষ্ঠানে পারফর্ম করবেন আশা ভোসলে, অরিজিত সিং, রণবীর সিংসহ আরও অনেক তারকা।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ১০ দলের অধিনায়ককে নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হওয়ার কথা ‘ক্যাপ্টেনস ডে’। জি নিউজ খবর দিয়েছে, ক্যাপ্টেনস ডের অনুষ্ঠান হলেও বিসিসিআই বাতিল করতে পারে উদ্বোধনী অনুষ্ঠান।

তবে এখনো পর্যন্ত বিসিসিআই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কথা জানায়নি। কী কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে, সেটাও স্পষ্ট নয়। এর আগে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কারণ সেটাই কি না, জানতে হলে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Link copied!