নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন সলিমুল্লাহ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০১:৪১ পিএম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন সলিমুল্লাহ খান
অধ্যাপক ড. সলিমুল্লাহ খান

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন লেখক ও চিন্তাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। এর আগে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, গত ১ মে থেকে প্রফেসর হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাকরি শুরু করেছেন বলে দেওয়া আছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যায়, ইতিহাস ও দর্শন বিভাগের ফুল টাইম প্রফেসর হিসেবে তিনি যোগ দিয়েছেন।

অধ্যাপক ড. সলিমুল্লাহ খান একজন প্রথিতযশা লেখক ও চিন্তাবিদ। তিনি পণ্ডিত ও গণবুদ্ধিজীবী হিসেবে প্রসিদ্ধ। তার রচনা ও বক্তৃতায় জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষণ মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে।

Link copied!