• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২, ২৮ মুহররম ১৪৪৬

বাংলাদেশের সঙ্গে বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ শোয়েব, করলেন যে সমালোচনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৫:৪৭ পিএম
বাংলাদেশের সঙ্গে বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ শোয়েব, করলেন যে সমালোচনা
ছবি: সংগৃহীত

এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে সফরকারী পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে কিছুটা আশা জাগালেও প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে দলটি। পাকিস্তানের এমন জঘন্য পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়েছেন দলটির সাবেক তারকা শোয়েব আখতার।

সম্প্রতি একটি স্থানীয় ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাকিস্তান দলের পরিকল্পনা, দিকনির্দেশনা এবং সামগ্রিক দক্ষতার তীব্র অভাব নিয়ে সমালোচনা করেন শোয়েব। তিনি মনে করেন, পাকিস্তান দলের পুনর্গঠন প্রয়োজন। সেটি করতে ২০ বছর সময় লাগলেও করতে হবে। 

শোয়েব বলেন, ‘আপনারা আপনাদের প্লেয়িং ইলেভেনও জানেন না। এই খেলোয়াড়রা যথেষ্ট দক্ষ নয়। সাইম (আইয়ুব) পারফর্ম করেনি, ফখর (জামান) পারফর্ম করেনি। এই ধরণের পিচে, তাদের খেলার ধরন কাজ করে না।’

দক্ষতা ও টাইমিংয়ের চেয়ে পাওয়ার হিটিংয়ে অতিরিক্ত নির্ভর করে বলেই পাকিস্তানের বর্তমান ক্রিকেটাররা ব্যর্থ হচ্ছেন বলে মনে করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলে খ্যাত শোয়েব, ‘এটা (মিরপুর) কঠিন উইকেট। এই ছেলেরা (পাকিস্তানের বর্তমান ক্রিকেটাররা) পাওয়ার হিটার; তারা এমন খেলোয়াড় নয়, যারা টাইমিংয়ের ওপর নির্ভর করে। এই ধরণের পিচে, বল ব্যাটে ভালোভাবে আসে না, গতি একই থাকে না এবং আপনি পিচ থেকে ভালো বাউন্স পাবেন না।’

পাকিস্তানের ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার অভাব আছে বলেও মনে করেন শোয়েব। কিংবদন্তি ক্রিকেটার হতে এই যোগ্যতা থাকা লাগবে বলে মনে করেন ৪৯ বছর বয়সী ক্রিকেটার, ‘কঠিন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়াই একজন খেলোয়াড়কে দুর্দান্ত করে তোলে। শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ এবং জহির আব্বাসের মতো কিংবদন্তিরা একই ধরনেরর পরিস্থিতিতে রান করেছিলেন।’

Link copied!