এখনই ফিলিস্তিন রাষ্ট্র চায় না ইতালি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৩:১৮ পিএম
এখনই ফিলিস্তিন রাষ্ট্র চায় না ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, “এখনই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সময় নয়। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেওয়া বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। এমন পদক্ষেপ বর্তমান সংকট সমাধানের জন্য বিপরীত প্রভাব ফেলতে পারে।”

শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ জুলাই) ইতালির দৈনিক লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, “আমি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে, তবে সেটি প্রতিষ্ঠার আগেই স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। যদি এমন কিছু কাগজে-কলমে স্বীকৃতি দেওয়া হয়, যা বাস্তবে এখনো নেই, তাহলে সমস্যাটি মিটে গেছে বলে ভুল বার্তা ছড়াতে পারে।”

মেলোনির এই মন্তব্য ফ্রান্সের সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এসেছে, যেখানে দেশটি আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। 

ফ্রান্সের এমন পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে।

Link copied!