• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

আবারও মুখোমুখি বাংলাদেশ-ভুটান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১০:১০ এএম
আবারও মুখোমুখি বাংলাদেশ-ভুটান
ছবি: সংগৃহীত

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে ৪৮ ঘণ্টার মধ্যে আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান। মঙ্গলবার ডাবল লিগ পদ্ধতির প্রথম লেগের শেষ ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে দুদল। এর আগে বেলা ৩টায় নেপাল ও শ্রীলংকা। দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে। খেলা হবে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে।

বাংলাদেশ-ভুটানের মঙ্গলবারের ম্যাচ হয়েছে দুই ভেন্যুতে। বৃষ্টিতে কিংস অ্যারেনার মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় তিন ঘণ্টা খেলা বন্ধ ছিল। পরে অনুশীলন মাঠে খেলা হয়।

এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কার্টেল অসন্তোষ প্রকাশ করেছেন। ভেন্যুর অবস্থা এখনো খুব একটা ভালো নয়। তাই সাফ সদরদপ্তর থেকে ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

Link copied!