• ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

নিউমার্কেট মোড়ে বাসে আগুন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৮:৩০ পিএম
নিউমার্কেট মোড়ে বাসে আগুন

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণে কাজ করছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বাসটিতে আগুন কেউ দিয়েছে নাকি বাসে নিজে থেকে আগুন ধরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। 

চট্টগ্রামে এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

Link copied!