কুষ্টিয়ায় আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বঁটির আঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত সদস্যকে উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইসরাফিল হোসেন (৪৮) গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আটকরা হলেন হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা হারুনকে গ্রেপ্তারের উদ্দেশে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আলাদা মামলা করা হবে।
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































