• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি যেখানে একমত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৬:২৪ পিএম
রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি যেখানে একমত
রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

উপমহাদেশ থেকে ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকেই পরস্পরের শত্রু তারা। বিশ্ব ক্রিকেটেও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। তাদের আগুনে লড়াই দেখতে ভক্তদের তুমুল উন্মাদনা। অথচ আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া সাধারণত তাদের দেখা হয় না। যা নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেটারদেরও।

তাই তো কয়েকদিন আগে ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনের দাবি জানান রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের এই মন্তব্যের সঙ্গে পাকিস্তান কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি একমত বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যম সামা টিভিকে বিষয়টি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিলকুল বহুত আচ্ছা জবাব হ্যায়। হোনা ভি এহি চাহিয়ে। অর্থাৎ খুব ভালো উত্তর দিয়েছে (রোহিত)। এটা বাস্তবে হওয়াও দরকার (ভারত বনাম পাকিস্তান ম্যাচ)।’

তিনি আরও বলেন, ‘ভারত অধিনায়কের করা এই মন্তব্য খুবই পজিটিভ। সে ভারতের একজন প্রতিনিধি। আমরা বরাবরই বলেছি ভারত এবং পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট খেলাটার আলাদা একটা গুরুত্ব রয়েছে। আমরা একটা সময়ে ভারত সফরে যেতাম। সেখানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতাম। আমরা দুই প্রতিবেশী। তাদের সম্পর্ক যতটা সম্ভব ভালো করা যায়, এটা দুই প্রতিবেশীর অধিকারের মধ্যে পড়ে।’

এর আগে সম্প্রতি পডকাস্ট অনুষ্ঠান ‘ক্লাব প্রেইরি ফায়ার’ -তে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে রোহিতের মতামত জানতে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভারত অধিনায়ক বলেন, ‘আমি সম্পূর্ণভাবে সেটা (ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনের বিষয়ে) বিশ্বাস করি। ওরা ভালো দল। ওদের হাতে দুর্দান্ত বোলার আছে। দারুণ লড়াই হবে। বিশেষত বিদেশের পরিবেশে খেলা হলে সেটা আরও দুর্দান্ত হবে।’

দুই দলের মুখোমুখি সর্বশেষ দেখায় ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। সেই সিরিজের আগে তারা পাকিস্তান সফরে গিয়েছিল। সেখানেও অনিল কুম্বলের নেতৃত্বাধীন সফরকারীরাই ১-০ ব্যবধানে সিরিজ জিতে।

Link copied!