আয়ারল্যান্ডের বিপক্ষে যতদ্রুত বাংলাদেশ জিতবে, ততদ্রুত লিটন কুমার দাস ভারতে পৌছাবেন। গতকাল এই আলোচনাই ছিল দেশের ক্রিকেটে। এমনকি অনেকে মজা করে ওপেনিংয়ে লিটনের ঝড়ো ব্যাটিং করার পিছনে আইপিএলে যাওয়ার তাড়াকেও টেনে আনছিলেন।
তবে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দুপুরের পর বাংলাদেশের জয় নিশ্চিত হলেও এখনো ভারতে যাননি লিটন। জানা গেছে, রোববার (৯ এপ্রিল) আইপিএল খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন লিটন। যদিও কখন রওনা দিবেন সে বিষয়ে জানা যায়নি।
বাংলাদেশ থেকে এবার সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মোস্তাফিজুর রহমান আইপিএলে দল পেয়েছেন। মোস্তাফিজকে অনেক আগেই উড়িয়ে নিলেও এখনও ম্যাচ খেলায়নি। সাকিব আল হাসান ইতিমধ্যে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
রোববারই অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার। বাংলাদেশ সময় রাত আটটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি।