• ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ জ্বিলকদ ১৪৪৬

পাঞ্জাব কিংসে ঝামেলা, আদালতে প্রীতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১২:০০ পিএম
পাঞ্জাব কিংসে ঝামেলা, আদালতে প্রীতি
প্রীতি জিনতা। ছবি: সংগৃহীত

পাঞ্জাব কিংসের মালিকানা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছেন, ঘটনা অনেকটা দূর গড়িয়েছে। বলিউড অভিনেত্রী ও দলের একজন মালিক প্রীতি জিনতা মামলাও ঠুকে দিয়েছেন।

টাইমস নাউ জানিয়েছে, প্রীতি তার দলের দুই মালিক মোহিত বর্মন ও নেস ওয়াদিয়ার বিপক্ষে চন্ডিগড় কোর্টে লিগ্যাল অ্যাকশন নিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, নিয়মবহির্ভূতভাবে বিশেষ সাধারণ সভা ডেকেছিলেন ফ্র্যাঞ্জাইজিটির ও দুই কর্তা। প্রীতি ওই বৈঠক তো বটেই সবধরণের বৈঠক বাতিলের আবেদন করেছেন।

কিংসের পরিচালনার দায়িত্বে আছেন কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড। দলের বোর্ডে তিন ডিরেক্টর প্রীতি, মোহিত এবং ওয়াদিয়া। 

বলিউড অভিনেত্রীর অভিযোগ, গত ২১ এপ্রিল ইজিএম ডাকা হয়। কিন্তু কোম্পানি অ্যাক্ট ২০১৩ এবং আরও বেশ কিছু নিয়ম লঙ্ঘন করে ওই বৈঠক ডাকা হয়েছে।

প্রীতির অভিযোগ, বৈঠকে যথাযথ নিয়ম মানা হয়নি। তিনি জানান, ১০ মে তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই বৈঠক নিয়ে তার আপত্তি রয়েছে। কিন্তু অপর দুই ডিরেক্টরের সম্মতিতে বৈঠক ডাকা হয়। আপত্তি থাকলেও ২১ এপ্রিল বৈঠকে উপস্থিত হন প্রীতি। তার কয়েকদিন পরেই মামলা দায়ের করেন।

আদালতের কাছে প্রীতির আবেদন, ওই বৈঠক এবং সেদিনের সব কার্যাবলি বাতিল করা হোক। মুনিশের ডিরেক্টর পদ বাতিল করা হোক। যতদিন না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত প্রীতি বা করণ পল (আরেকজন পরিচালক) অনুপস্থিতিতে বোর্ড কোনও বৈঠক ডাকা যাবে না।

দলের মালিকানা নিয়ে ঝামেলা চললেও মাঠের খেলায় পাঞ্জাব দারুণ অবস্থানে আছেন। ১২ ম্যাচের ৮টিতে জিতেছে। শেষ চারও নিশ্চিত করে বসেছে। আইপিএলে এবার এগারো বছর পর প্লে অফে উঠেছে পাঞ্জাব, তবে শ্রেয়াস আইয়ারদের সেই আনন্দ ফিকে হতে পারে অন্দরের ঝামেলায়!

Link copied!