• ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ জ্বিলকদ ১৪৪৬

৫.৯ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত শতাধিক স্থাপনা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০২:১৬ পিএম
৫.৯ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত শতাধিক স্থাপনা 
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৫.৯ মাত্রার ভূমিকম্প। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০টির বেশি ঘরবাড়ি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার সুমাত্রা দ্বীপের দক্ষিণে আঘাত হানা এ ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, দক্ষিণ সুমাত্রায় এই ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। 


ইন্ডিয়া টুডে বলছে, এর আগে এই মাসের শুরুতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কেন্দ্রস্থল ছিল ভূমিকম্পগতভাবে সক্রিয় সুলাওয়েসি অঞ্চলে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত রাত ২টা ৫২ মিনিটে কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের কাছে।


এদিকে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় সুনামির কোনো সম্ভাবনা নেই।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী বেংকুলু শহরে ১৪০টি বেশি বাড়িঘর এবং কমপক্ষে ছয়টি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ভেঙে পড়েছে আটটি বাড়ি।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনের বেশি নিহত হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। ২০১৮ সালে সুলাওয়েসির পালুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা যায়।

Link copied!