• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

কিউরেটরদের প্রশিক্ষণ দিতে আসছেন প্রশিক্ষক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০২:৪৭ পিএম
কিউরেটরদের প্রশিক্ষণ দিতে আসছেন প্রশিক্ষক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের মান নিয়ে মাঝেমধ্যেই প্রশ্নই ওঠে। তবু নিজ দায়িত্বে ঠিকই টিকে আছেন লঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা। তাকে সরানোর চিন্তা বাদ দিয়ে তিনিসহ অন্যান্য কিউরেটরদের উন্নত প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিউরেটর হিসেবে কাজ করছেন গামিনি ডি সিলভা। সিলেট ও চট্টগ্রামে আছেন দুই ভারতীয় কিউরেটর। এই তিনজন ছাড়াও বাংলাদেশের অন্য কিউরেটররাও থাকবেন এই কোর্সে।

আগামী ২৩-২৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। এই কোর্সের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করবেন নিউজিল্যান্ডের কিউরেটর ইয়ান জোসেফ ম্যাকেঞ্জি।

কিউরেটরদের প্রশিক্ষণ কোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুব আনাম। বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুব আনাম বলেন, “আমরা কিউরেটরদের একটা কোর্স করাচ্ছি। নিউজিল্যান্ড থেকে আসছে। সব কিউরেটরকে কোর্স করাবে।”

Link copied!