টসের পরই বৃষ্টিতে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি, কাটা গেছিল একাধিক ওভার। প্রথম ম্যাচেও একই অবস্থা, খেলা নির্ধারিত সময়ে শুরু না হওয়া কাটা গিয়েছে ওভার।
তবে আশার খবর, প্রথম ম্যাচের মতো একাধিক নয় এই ম্যাচে কাটা গিয়েছে একবার। অর্থাৎ বৃষ্টি আইনে এখন ম্যাচ হবে ১৯ ওভারের। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী বৃষ্টি আর না আসলে স্থানীয় সময় বিকাল ৩.১৫ মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচ। প্রথম ম্যাচ জয়ের পর আজ টাইগাররা মাঠে নামবে সিরিজ জয় নিশ্চিত করতে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আইরিশদের সামনে।
আয়ারল্যান্ড একাদশ
মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।