• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

রোদ উঠেছে সাগরিকায়, খেলা শুরু ৩.৪০ মিনিটে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৩:৩২ পিএম
রোদ উঠেছে সাগরিকায়, খেলা শুরু ৩.৪০ মিনিটে
ছবি: সংগৃহীত

আবারও থেমেছে বৃষ্টি। চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টি আর রোদের মধ্যে যেন ইদূর-বিড়াল দৌড় চলছে। এই রোদ তো এই বৃষ্টি। আর এতে করে বিঘ্ন হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। সর্বশেষ খবর অনুযায়ী সাগরিকায় বৃষ্টি থেমে রোদ উঠেছে।

আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে জানিয়েছেন, বৃষ্টি না থামলে স্থানীয় সময় বিকাল ৩.৪০ মিনিটে খেলা শুরু হবে। ২০ ওভারের ম্যাচ বৃষ্টি বাঁধায় এখন নেমেছে ১৭ ওভারে।

প্রথম ম্যাচ জয়ের পর আজ টাইগাররা মাঠে নামবে সিরিজ জয় নিশ্চিত করতে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আইরিশদের সামনে।

আয়ারল্যান্ড একাদশ

মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

Link copied!