• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

‘টেস্টে ব্যাটিংয়ের শুরুটা ভালো হচ্ছে না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৫:২৬ পিএম
‘টেস্টে ব্যাটিংয়ের শুরুটা ভালো হচ্ছে না’
হাবিবুল বাশার সুমন।। ছবি : সংগৃহীত

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে হার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, ইনিংসের শুরুটায় ভালো না করায় খারাপ ফল পেয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘এই ম্যাচটায় আমার মনে হয় একটু অসুবিধা হয়েছে। সেটা হলো আমাদের শুরুর দিকের ব্যাটিং। আমাদের ঘরোয়া ক্রিকেটে কিন্তু এখন এরকম উইকেট হয়, আমরা প্রথম শ্রেণির ক্রিকেট এধরনের উইকেটে খেলে থাকি। তারপরও ব্যাটাররা মানিয়ে নিতে পারেনি। আমরা দেখেছি এমন উইকেটে ২৫০-২৮০ রানের খেলা হয়। বল সিম করে, মুভমেন্ট হয়।’

বাশারের দাবি লঙ্কানদের বিপর্যয় সামাল দেওয়ার ব্যাটার থাকলেও নেই টাইগারদের, ‘সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম দিকের ব্যাটিংটা। ২০ ওভারের পরে কিন্তু ব্যাটিং সহজ হয়ে যায়। আমরা শ্রীলঙ্কার ইনিংসে দেখেছি আমাদের ব্যাটিংয়ের সময়ও দেখেছি। ওদের সেটা সামাল দেওয়ার মতো ব্যাটার ছিল আমাদের সমস্যা হয়েছে আমাদের সামলানোর মত ব্যাটার ছিল না। উইকেটের সাথে মানিয়ে নিয়ে উন্নতি করতে হবে। এ ধরনের উইকেটে সেট হলে কিন্তু পরের দিকে ব্যাটিং সহজ হয়ে যায়। আমরা ধনাঞ্জয়ার ব্যাটিং দেখেছি, কামিন্দুর ব্যাটিং দেখেছি।’

টেস্টে মানসিকতা নিয়ে কোনো সমস্যা দেখেন না সাবেক এই অধিনায়ক, ‘না, টেস্ট খেলার মানসিকতা না। টেস্ট ম্যাচ জিতছি তো আমরা সর্বশেষ তিনটিতে, সিরিজে ভালো রানও করেছি। আমার মন্তব্য হলো যখন উইকেট ব্যাটিংয়ের জন্য চ্যালেঞ্জিং থাকে তখন নিজের ব্যাটিংকে পরিবর্তন করা, মানিয়ে নিয়ে ব্যাট করা এটাই আমরা করতে পারছি না।’
 

Link copied!