• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাই ফেবারিট: সিলভারউড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৬:২৩ পিএম
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাই ফেবারিট: সিলভারউড
সংবাদ সম্মেলনে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততা শেষ হতে না হতেই আবারও ক্রিকেট মাঠে হাজির হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।  

রোববার সিলেটে সংবাদ সম্মেলনে এসেছিলেন লঙ্কান দলের কোচ ক্রিস সিলভারউড। তার প্রত্যাশা ভাল এক সিরিজের, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে।’

দুই দলেই ভয়ংকর ক্রিকেটার আছে বলে মনে করেন সিলভারউড, ‘প্রত্যেক দলই এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আমরাও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যেটা বললাম, খুবই রোমাঞ্চকর একটা সিরিজের আশা করছি। দুই দলেই আছে কয়েকজন ভয়ংকর ক্রিকেটার। তাই দারুণ মজা হবে।’ 

ফেভারিট দল সম্পর্কে প্রশ্নের জবাবে লঙ্কান কোচ অবশ্য এগিয়ে রাখলেন নিজের দলকেই, ‘আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’ 

সিলভারউড বলেন, ‘আমরা আমাদের শক্তির দিকে নজর রাখছি, নিজেদের পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছি। টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি, সেই ধারাবাহিকতাটাই রাখতে চাই। একটি দল হিসেবে আমাদের গড়ে উঠতে হবে। বিশ্বকাপের আগে আমাদের নিজস্ব স্টাইলের ক্রিকেট প্রতিষ্ঠিত করতে চাই। আমরা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মতোই খেলতে চাই।’
 

Link copied!