• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

অলিম্পিকের লক্ষ্য নিয়ে অবিশ্বাস্য কীর্তি শিরিনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৭:১৮ পিএম
অলিম্পিকের লক্ষ্য নিয়ে অবিশ্বাস্য কীর্তি শিরিনের
শিরিন আক্তার। ছবি: সংগৃহীত

শিরিন আক্তারের লক্ষ্য আসন্ন প্যারিস অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা। অবশ্য ওয়াইল্ড কার্ড পেলেই তিনি প্যারিসে যেতে পারবেন। এইসব লক্ষ্য নিয়ে সদ্যসমাপ্ত বাংলাদেশ জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিয়েছেন এবং অবিশ্বাস্য সব কীর্তিও গড়েছেন।

১৫ বারের মতো দেশের দ্রুততম মানবী হওয়া শিরিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার জাতীয় অ্যাথলেটিক্সের শেষ দিনে ২০০ মিটার স্প্রিন্টে তার স্বর্ণ ধরে রেখেছেন। ১০০ মিটার ইভেন্ট জয় করার পর ওই ইভেন্টও জয় করলেন।

আবার ৪০০ মিটার রীলেতেও শিরিন পদক জয়ের পথে সবচেয়ে কঠিন কাজটি করে দিয়েছেন নৌবাহিনীকে। তখন ৪০০ মিটার পূর্ণ হওয়ার শেষ দিকে। সেনাবাহিনী অ্যাথলেট ছুটে চলেছেন। সবাই ভেবেছিলেন সেনাবাহিনীই জয়লাভ করবে। কিন্তু পিছিয়ে থাকা নৌবাহিনীর শিরিন দুরত্ব ঘুচিয়ে চমকে দিয়ে ল্যান্ডমার্ক স্পর্শ করেন, নৌবাহিনীকে স্বর্ণ এনে দেন। শিরিনকে নিয়ে শুরু হয় নৌবাহিনীর উল্লাস। 

ব্যক্তিগত দুটি ছাড়াও শিরিন এবারের প্রতিযোগিতায় লাভ করেছেন ৪টি স্বর্ণপদক।
 

Link copied!