• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

আইসিসির মাস সেরা ক্রিকেটার হলেন সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৪:৫৩ পিএম
আইসিসির মাস সেরা ক্রিকেটার হলেন সাকিব
ছবি: সংগৃহীত

পারফর্মেন্সের বিচারে আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে ২০২১ সালের জুলাইয়ে প্রথমবার মাস সেরা ক্রিকেটার হন তিনি।

মার্চের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে উজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পিছনে ফেলেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

বুধবার (১২ এপ্রিল)  সাকিবকে মাস সেরা হিসেবে ঘোষণা করে আইসিসি। এই ম্যাচে ব্যাট হাতে ১২ ম্যাচে সাকিবের সংগ্রহ ৩৫৩ রান আর বল হাতে শিকার ১৫ উইকেট।

পুরো মার্চ জুড়ে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭১ বলে ৭৫ রানের ইনিংসের বল হাতে চার উইকেট নিয়ে দলকে জেতান তিনি। এই ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

এরপর তার অধিনাকত্বে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে সেই সিরিজে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করেন ৫ উইকেট। ওই একই ম্যাচে ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন টাইগার অধিনায়ক।

খেলা বিভাগের আরো খবর

Link copied!