• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

সাবালেঙ্কার লজ্জার হার নাভারোর কাছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৬:৪৯ পিএম
সাবালেঙ্কার লজ্জার হার নাভারোর কাছে
আরিনা সাবালেঙ্কা। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে বুধবার এমা নাভারোর কাছে লজ্জাজনকভাবে হেরে গেছেন বিশ্বের দুই নম্বর তারকা বেলারুশের আরিনা সাবালেঙ্কা।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অক্ষুন্ন রাখা সাবালেঙ্কা ২৩তম বাছাই নাভারোর কাছে ৩-৬, ৬-৩ ও ২-৬ সেটে পরাজিত হন।

নাভারো তার প্রথম ‘ডব্লিউটিএ ১০০০’ আসরের সেমিফাইনালে পৌঁছানোর পরে ক্যালিফোর্নিয়ার দর্শকরা তাকে বিপুলভাবে অভিনন্দন জানায়।

এদিকে, তৃতীয় বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ বেলজিয়ামের এলিস মের্টেন্সের বিরুদ্ধে ৬-০ ও ৬-২ সেটে জয়লাভ করেন। ২০২৩ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন গফ তার ২০তম জন্মদিনে দারুণ জয়ে টানা দ্বিতীয় বছরের মতো শেষচারে উঠেছেন।  

গফ বলেন, ‘আমি সত্যিই ভালো অনুভব করছি। এখন পর্যন্ত টুর্নামেন্টের এটাই আমার সেরা ম্যাচ এবং জন্মদিনে জয় পেয়ে আমি অবশ্যই খুশি।’

সেমিফাইনালে গফ খেলবেন চীনের ইউয়ান ইউয়ের সঙ্গে, যিনি রাশিয়ার ১১তম বাছাই দারিয়া কাসাটকিনাকে ৪-৬, ৬-৪ ও ৬-৩ সেটে হারিয়েছেন।

নাভারোর মুখোমুখি হবেন গ্রীক নবম বাছাই মারিয়া সাক্কারি। তিনি ফ্রান্সের ডায়ান প্যারিকে ৬-২, ৩-৬ ও ৬-৩ সেটে পরাজিত করেন। জিতেছেন।

 

Link copied!