• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

শেষ টুর্নামেন্টের ফাইনালে সানিয়া মির্জা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১২:০০ পিএম
শেষ টুর্নামেন্টের ফাইনালে সানিয়া মির্জা

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং রোহান বোপান্না অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র দ্বৈত ফাইনালে উঠেছেন। ২৬ জানুয়ারী (বুধবার) সেমিফাইনালে নিল স্কুপস্কি এবং ডেসিরা ক্রাউকজিককে ৭-৬, ৬-৫, ১০-৬ গেমে হারিয়েছেন তারা।

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ সানিয়ার শেষ গ্র্যান্ড স্লাম। আগামী মাসে দুবাইয়ে পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছেন তিনি। এটিই তার শেষ গ্র্যান্ড স্ল্যাম এবং আরেকটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করে টেনিসকে বিদায় জানানোর দারুণ সুযোগ রয়েছে তার।

সানিয়া তার ক্যারিয়ারে তিনটি নারী ডাবলস এবং অনেকগুলো মিশ্র দ্বৈত শিরোপা জিতেছেন। অন্যদিকে, বোপান্না একটি মিশ্র দ্বৈত শিরোপা জিতেছেন। সানিয়া আগেই ঘোষণা করেছেন, ফেব্রুয়ারিতে দুবাইতে ডব্লিউটিএ ইভেন্ট হবে তার শেষ ম্যাচ।

ম্যাচের পরে সানিয়া বলেন, "দারুণ একটি ম্যাচ ছিল, অনেক স্নায়ুচাপও ছিল। এটি আমার শেষ স্ল্যাম এবং রোহানের সঙ্গে ম্যাচ খেলা খুব বিশেষ। সে আমার প্রথম মিশ্র দ্বৈত সঙ্গী ছিল যখন আমার বয়স ১৪ এবং আজ আমার বয়স ৩৬ এবং তার বয়স ৪২। আমরা এখনও একসাথে খেলছি। আমাদের দুজনের দৃঢ় সম্পর্ক আছে।"

সানিয়া ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন।

Link copied!