র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন রশিদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৭:৪৩ পিএম
র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন রশিদ খান

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আফগানিস্তান। বল হাতে পুরো সিরিজেই দুর্দান্ত পারফর্ম করেছেন আফগান স্পিনার রশিদ খান। পারফর্মেন্সের নগদ পুরস্কার হিসেবে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি।

বুধবার (২৯ মার্চ) আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালানাগাদের পর রশিদের শীর্ষে ওঠা নিশ্চিত হয়। এক নম্বরে উঠতে গিয়ে শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পিছনে ফেলেছেন তিনি।

এর আগে ২০১৮ সালে সর্বপ্রথম র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন রশিদ। এবার শীর্ষে উঠলেও তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ওয়ানিন্দু। কারণ রশিদের ৭১০ রেটিং পয়েন্টের চেয়ে মাত্র পার পয়েন্ট পিছিয়ে আছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে তিন উইকেট নিলেও বল হাতে রশিদ ছিলেন কিপ্টে। অন্যদিকে  তিন ম্যাচে ৪.৭৫ ইকোনোমিতে তার ঝুলিতে গেছে ৫ উইকেট নেওয়া আরেক আফগান পেসার ফজলহক ফারুকী ১২ ধাপ উন্নতি করেছেন।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট নেওয়ায় আফগানিস্তানের আরেক স্পিনার মুজিব উর রহমান শীর্ষে দশে আছেন।  অন্যদিকে আফগানদের বিপক্ষে না খেলা কিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম এক ধাপ নিচে নেমে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আছেন চার নম্বরে।

Link copied!