• ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২, ২৯ সফর ১৪৪৬

মেসিদের আনতে কত কোটি খরচ করল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৩:০৩ পিএম
মেসিদের আনতে কত কোটি খরচ করল ভারত
আর্জেন্টিনা দল

গুঞ্জন আর টানাপোড়েনের পথ ধরে এক পর্যায়ে আইনি লড়াইয়ের মতো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। আপাতত সবকিছুর অবসান হয়েছে। ভারত সফরে যেতে রাজি হয়েছে আর্জেন্টিনা। নভেম্বরে দেশটিতে একটি ম্যাচ খেলতে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এ জন্য অবশ্য বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে ভারতকে।

পূর্বঘোষণা অনুযায়ী ম্যাচটি কেরালায় অনুষ্ঠিত হবে। তবে প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শুক্রবার জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে তারা। একটি ভারতে, অন্যটি অ্যাঙ্গোলার লুয়ান্ডায়। অবশ্য এবারই প্রথম নয়, এর আগে ২০১১ সালেও ভারতে গিয়েছিল আর্জেন্টিনা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন মেসিরা।

সেরাদের সেরা মেসি

আর্জেন্টিনাকে আনতে সব মিলিয়ে ১৩০ কোটি রুপি দিতে হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮১ কোটি টাকা। মূলত এই অর্থ পরিশোধ নিয়ে জটিলতা সৃষ্টির ফলেই আর্জেন্টিনার ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সব শঙ্কার মেঘ কেটে যাওয়ায় এসেছে চূড়ান্ত ঘোষণা।

তবে ৫ আগস্ট রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, এএফএর সঙ্গে তাদের চুক্তি পাকাপাকি হয়েছে এবং গত ৬ জুন ১৩০ কোটি রুপির পুরোটাই পরিশোধ করা হয়েছে। এই বছরের মধ্যে ভারত সফরে না এলে এএফএর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি। এরপরই এলো চূড়ান্ত ঘোষণা।

Link copied!