এশিয়া কাপ হকিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের বিহারের রাজগিরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরেছেন রেজাউল বাবু-তানভীর সিয়ামরা।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের (২৯) চেয়ে অনেকটা এগিয়ে মালয়েশিয়া (১২)। এরপরও মালয়েশিয়াকে শুরুতে ছেড়ে কথা বলেনি কাওসার আলীর শিষ্যরা। প্রথম কোয়ার্টার শেষে ম্যাচ ছিল গোল শূন্য সমতায়।
দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশে। ১৬ মিনিটে করা আশরাফুলের ওই গোলে এগিয়ে যায় কাওসারের শিষ্যরা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারেই আশরান হামসানির গোলে সমতায় ফেরে মালয়েশিয়া।
ম্যাচের শেষ দুই কোয়ার্টারে মালয়েশিয়ার সঙ্গে আর পেরে ওঠেনি বাংলাদেশ। এর মধ্যে ৩৬ মিনিটে আকিমুল্লাহ আনোয়ারের গোলে এগিয়ে (২-১) যায় মালয়েশিয়া। শেষ কোয়ার্টারে আরও গোল করে বড় জয় নিশ্চিত করে র্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা দলটি। মালয়েশিয়ার হয়ে শেষ দুটি গোল করেছেন মুহাজির রউফ ও সায়েদ চোলান।
বাংলাদেশ পরের ম্যাচ খেলবে শনিবার (৩০ আগস্ট)। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চায়নিজ তাইপে। আর ১ সেপেম্বর সাউথ কোরিয়ার বিপক্ষে এ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবেন রেজাউল বাবুরা।