• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

অভিমানী সুজন জাতীয় দলের সঙ্গে থাকতে চান না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ০৪:১৮ পিএম
অভিমানী সুজন জাতীয় দলের সঙ্গে থাকতে চান না
খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক ক্রিকেট তারকা খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে যুক্ত। দলের পরিচালক হিসেবে লম্বা সময় ছিলেন। হয়ে উঠেছিলেন টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ অংশ। একাদশ নির্বাচন থেকে শুরু করে ম্যাচে বিভিন্ন পরিকল্পনায়ও ভ‚মিকা ছিল তার।

তবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে দলের ছায়া হয়ে ছিলেন সুজন। কোথাও তার খুব বেশি সম্পৃক্ততা ছিল না বলেই সেসময় জানিয়েছিলেন সুজন। এমনকী টাইগার কোচ হাথুরুসিংহের সঙ্গেও তার বনিবনা না হওয়ার গুঞ্জন ছিল। এবার জানালেন বিশ্বকাপ দলে থাকাকালীন সময়ে সম্মানটুকুও পাননি।

রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির এই পরিচালক। এই সময় সুজন বিশ্বকাপ প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাপারে আমি আর ইন্টারেস্টেড নই। শেষ বিশ্বকাপে যা করেছি, আমি মনে করি আমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে ওটা যায় না আসলে। হয়তোবা আমি এত বড় কোচ না, তারপরও আমার সম্মান আছে। আর আমার মনে হয়, সেই সম্মানটা আমি শেষ বিশ্বকাপে পাইনি। সুতরাং আমি ওটা করতেও চাই না আর কোনোদিনও।’

সুজন আর বিশ্বকাপ দলের কোনো পদে যেতে চান না, ‘আমি ওসব পদে যেতে চাই না। আমি খুশি আমার জীবন নিয়ে। আমি আবাহনীর কাজ করি, বিপিএলে কাজ করি, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। আমার দেশের ক্রিকেটের উন্নতির জন্য জন্য যদি কোনো সাহায্য করতে হয় করব। কিন্তু জাতীয় দলের ওই অ্যাসাইনমেন্টগুলো আমার জন্য ঠিক না আমি ডিজার্ভ করি না।’
 

Link copied!