• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের বিবর্ণ অভিষেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১২:২৩ পিএম
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের বিবর্ণ অভিষেক
নেইমার (সংগৃহীত)

এএফসি চ্যাম্পিয়নস লিগে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগানের বিপক্ষে আল হিলালকে জেতাতে পারেননি নেইমার। কয়েকটি সহজ সুযোগও কাজে লাগাতে সক্ষম হননি এই ব্রাজিলিয়ান। এ ছাড়া প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে দেখেছেন হলুদ কার্ডও। সব মিলিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে ভুলে যাওয়ার মতো এক অভিষেক পেলেন নেইমার।

নেইমারের সাদামাটা পারফরম্যান্সের দিনে তার দলও জয় পায়নি। খেলার অতিরিক্ত সময়ে আল বুলাইহির গোলে নাভবাহোর নামানগানের বিপক্ষে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আল হিলাল।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ব্রাজিলিয়ান তারকা খেলবেন কি না, তা নিয়েও শঙ্কা ছিলো খেলার আগ পর্যন্ত। তবে শেষ পর্যন্ত আল হিলারের ভক্তদের শঙ্কা দূর করে মাঠে নামেন নেইমার। যদিও এদিন তার খেলায় মন ভরেনি কারোই।

 সোমবার কিং ফাহাদ স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ডি এর দল আল হিলালের প্রথম ম্যাচ ছিল। বাংলাদেশ সময় রাত ১২ টায় শুরু হওয়া খেলায় ৫২ মিনিটের মাথায় তাবাতাজির গোলে এগিয়ে যায় নাভবাহোর নামানগান।

সমর্থকরা যখন গোলের আশায় নেইমারের পায়ের দিকে তাকিয়ে, তখন তিনি দেকলেন হলুদ কার্ড। ম্যাচের ৬০ মিনিটের সময় প্রতিপক্ষ ফুটবলারকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।  

এরপর নেইমারের সামনে দলকে সমতায় ফেরানোর সুযোগ আসলেও কাছ থেকে নেওয়া তার হেড প্রতিপক্ষ গোলকিপারকে ঠেকিয়ে দিতে সক্ষম হন। 

৯০ মিনিটের পর প্রায় ১৬ মিনিট অতিরিক্ত সময়ের খেলা হয়। খেলার ১০০ মিনিটে অর্থাৎ অতিরিক্ত সময়ের ১০ মিনিটের সময় আল হিলালের ডিফেন্ডার আলি আল বুলাইহির গোলে হারের লজ্জা এড়াতে সক্ষম হয় নেইমারের দল।

ব্রাজিলের জার্সি গায়ে ছন্দে থাকা নেইমারের আল হিলালেরর জার্সিতে ছন্দে ফিরতে কতোদিন লাগে সেটাই এখন দেখার বিষয়।

Link copied!