বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ পিঠের চোটে পড়েছেন। যার কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশে হয়ত আর মাঠে নামতে পারবেন না এই স্পিডস্টার।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সিলেটের ফ্র্যাঞ্চাইজি চিকিৎসক জয় সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাসকিনের পিঠের চোট পুরনো। তিনি আমাদের জানিয়েছিলেন যে চট্টগ্রাম পর্বের পর তিনি ব্যথা অনুভব করছেন। এরপর আমরা একটি এমআরআই করি এবং তাতে চোটটি পুরনো বলেই জানা যায়।
আগামী ১২ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফগানিস্তান দল বাংলাদেশ সফরে আসছে। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের সময় তার প্রয়োজন হবে বিবেচনা করে তারা তার সাথে কোনও ঝুঁকি নিতে প্রস্তুত নয় বিসিবি।
তিনি আরও বলেন, এখন তারা বিষয়টি বিসিবির মেডিকেল টিমকে জানিয়েছেন এবং এখন তাদের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন।
"আফগানিস্তান সিরিজ আসছে বলে আমরা এখনই তাকে নিয়ে ঝুঁকি নিতে পারি না। আমরা তাকে সেই সিরিজের জন্য প্রস্তুত করার জন্য সমস্ত সম্ভাবনার মূল্যায়ন করছি। যদি তার ব্যথা না কমে তাহলে আমরা তাকে খেলতে পারব না বলে যোগ করেছেন সানরাইজার্স কর্মকর্তা।
উল্লেখ্য, তাসকিন চলতি বিপিএলে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে ৮.৯২ ইকোনমিতে পাঁচ উইকেট শিকার করেছেন।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































