• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

প্রথমবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা দশে নাহিদা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৫:১১ পিএম
প্রথমবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা দশে নাহিদা
নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাজেভাবে হারলেও বল হাতে খারাপ করেননি নাহিদা আক্তার। প্রথম ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ে তিনি উইকেট নেন ২টি। সেটির প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

মঙ্গলবার আইসিসির প্রকাশিত মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৪ ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন নাহিদা। মেয়েদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান এটিই। আগের সেরাও ছিল নাহিদার। গত ডিসেম্বরে ১২ নম্বরে উঠেছিলেন তিনি।

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১০ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদা। একই সঙ্গে সালমা খাতুনকে টপকে এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি (৫৩) হয়ে যান ২৪ বছর বয়সী স্পিনার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে তিনি আগে থেকেই।

দ্বিতীয় ম্যাচে ৮ ওভারে দুই মেইডেনে ১৯ রান দিয়ে কোনো উইকেট পাননি নাহিদা।

দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে রাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন অফ স্পিনার সুলতানা খাতুন। অস্ট্রেলিয়ার এলিস পেরির সঙ্গে যৌথভাবে ৫২তম স্থানে আছেন তিনি।

তিন বিভাগেই উন্নতি করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার। দুই ম্যাচে ব্যাট হাতে ৫২ রান করার পাশাপাশি ৫টি উইকেট নেওয়া এই ক্রিকেটার ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১৭তম স্থানে আছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে পাঁচে, অলরাউন্ডারদের তালিকায় ৪ ধাপ দুইয়ে আছেন তিনি।
 

Link copied!