ষষ্ট ওভারের তৃতীয় বল, আইরিশ ব্যাটার জর্জ ডকরেলকে লেগ বিফোর উইকেটে ফাঁদে ফেলা সাকিবের আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। তবে ডকরেল সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিলেন। রিপ্লেতে দেখা গেলো, মাঠের আম্পায়ারই সঠিক আউট ডকরেল। ম্যাচে এটা সাকিবের চতুর্থ শিকার।
এটা ম্যাচে চতুর্থ হলেও এই উইকেটটাও সাকিবকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির সর্বোচ্চ সিংহাসনে বসিয়েছে। শীর্ষে উঠতে গিয়ে সাকিব পিছনে ফেলেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ছিল ১৩১টি। অন্যদিকে শীর্ষে থাকা সাউদির সংগ্রহ ১৩৪ উইকেট। বল হাতে এই ম্যাচেই সাউদিকে টপকে গেলেন সাকিব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি সাকিব ও সাউদির পর ১২৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান। চার নম্বরে থাকা কিউই স্পিনার ইশ সোধীর ১১৪ ও শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ১০৭ উইকেট নিয়ে আছেন পাঁচ নম্বরে।
শুধু সাউদিকে ছাড়িয়ে খ্যান্ত হননি, পরে নিয়েছেন নিজের পঞ্চম উইকেটও। আইরিশদের বিপক্ষে আজকের ২২ রানে পাঁচ উইকেট সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এর আগে ব্যাট হাতেও খেলেছেন ২৪ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস।
সাকিবের বোলিং তোপে এদিন ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড থেকে মাত্র ১২৫ রানে।৭৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।