• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘মেসিকে ফেরানোর বিষয়টি আর্থিক নয়, পুরোটাই টেকনিক্যাল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৭:২৫ পিএম
‘মেসিকে ফেরানোর বিষয়টি আর্থিক নয়, পুরোটাই টেকনিক্যাল’

দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ২০২২-২৩ মৌসুম শেষে পিএসজিতে ফ্রি এজেন্ট হয়ে পড়বেন এই আর্জেন্টাইন তারকা। পিএসজি থেকে মেসিকে ফেরানোর চাপ থাকলেও বিষয়টি পুরোটাই টেকনিক্যাল বলে জানিয়েছেন বার্সেলোনার সহ সভাপতি এদুয়ার্দো রোমেউ।

পিএসজি থেকে মেসিকে ফেরানোর জন্যই প্রতিনিয়তই চাপ দিচ্ছে বার্সেলোনা সমর্থকরা। তাদের চাওয়া মেসি কাতালান ক্লাবটিতে শেষ করুক তার ফুটবল ক্যারিয়ার।

তবে বিষয়টি এখন আর অর্থনৈতিক নয় বলেও নিশ্চিত করেছেন রোমেউ। তিনি জানান, মেসিকে দলে ফেরানোর বিষয়টি এখন পুরোটাই টেকনিক্যাল সিদ্ধান্ত বলেও জানিয়েছেন।

তিনি বলেন, “ সে যদি ফেরে, সেটা ফ্রি এজেন্ট হিসেবে আসবে। তাকে আনতে খরচ করা সম্ভব না। এর জন্য আমার কাছে বাজেট নাই। সে ক্লাবের একজন আইকন, এটা সবসময়ই তার ঘর। তবে এটা পুরোটাই টেকনিক্যাল সিদ্ধান্ত।”

বার্সেলোনা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে আরো বেশি সময় লাগবে বলেও জানান।

এই বিষয়ে রোমেউ বলেন, “আমরা যেভাবে তৈরি হয়েছি তাতে পরবর্তী গ্রীষ্মে কাউকে দলে নিতে সমস্যা নেই। আমরা বার্সাকে বাঁচিয়ে তুলেছি। তবে এখনো স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি।”

Link copied!