• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মেসিকে টপকে উয়েফা বর্ষসেরা হলান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ১০:২৪ এএম
মেসিকে টপকে উয়েফা বর্ষসেরা হলান্ড
উয়েফার বর্ষসেরা পুরস্কার হাতে আর্লিং হলান্ড। ছবি : উয়েফা

লিওনেল মেসি নয়, উয়েফার বর্ষসেরা ফুটবলার হলেন আর্লিং হলান্ড। উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় এই দুইজনের সঙ্গে ছিলেন কেভিন ডি ব্রুইনাও। উয়েফা যখন সংক্ষিপ্ত এই তালিকা প্রকাশ করে তখনি অনুমান করা হয়ে যায় উয়েফা বর্ষসেরা হতে যাচ্ছেন নরওয়ের ফুটবলার হলান্ড। মেসি বিশ্বকাপ জিতলেও ক্লাবের অর্জনে ছিলেন অনেকটাই ব্যর্থ। সে তুলনায় হলান্ড গেল বছর ছিলেন দারুণ ফর্মে।

ইউরোপিয়ান ফুটবলের জমকালো এক রাতে প্রথম নরওয়ের ফুটবলার হিসেবে মর্যদাপূর্ণ এই পুরস্কারটি জেতেন হলান্ড। দুদিন আগেই পিএফএ বর্ষসেরার পুরস্কার পেয়েছিলেন তিনি। মোনাকোর গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে হয়ে গেল উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। হলান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।

বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান হলান্ড। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপের সঙ্গে যেতেন ইউরোপিয়ান সুপার কাপ। প্রিমিয়ার লিগে রেকর্ড ৩৬ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে করেন ১২ গোল। সব মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল আসে এ স্ট্রাইকারের পা থেকে।

হলান্ডের মতো শিরোপা উৎসব করেছেন বেলজিয়ান তারকা ডি ব্রুইনাও। গত মৌসুমে সিটির চার ট্রফি জয়ে মাঝমাঠে বড় ভূমিকা ছিল ৩২ বছর বয়সী এ মিডফিল্ডারের। গত মৌসুমে সব মিলিয়ে ৪৫ ম্যাচে ৯ গোলের পাশাপাশি ১৯ অ্যাসিস্ট ছিল তার।

অন্যদিকে পিএসজির হয়ে গত মৌসুমে লিগ ট্রফি ও সুপার কাপ শিরোপা জিতেছিলেন মেসি। সব মিলিয়ে ৪১ ম্যাচে ২১ গোলের পাশাপাশি ১৬ অ্যাসিস্ট ছিল তার। জুরি বিভাগ, কোচ ও সাংবাদিকদের ভোটে শেষ পর্যন্ত তিন জনের দৌড়ে সেরা নির্বাচিত হন হলান্ড।

উয়েফা সভাপতির সঙ্গে পুরস্কার জয়ীরা। ছবি : উয়েফা

এদিকে  নারী বিভাগে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। এছাড়া পুরুষ ও নারী বিভাগে সেরা কোচের পুরস্কার পেয়েছেন যথাক্রমে ম্যানসিটির পেপ গার্দিওয়ালা ও ইংল্যান্ডের সারিনা ভিগম্যান। এ ছাড়া আজীবন সম্মাননার উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা।

একনজরে উয়েফার পুরস্কার-

বর্ষসেরা পুরুষ ফুটবলার: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে)

বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন)

বর্ষসেরা পুরুষ কোচ: পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)

বর্ষসেরা নারী কোচ: সারিনা ওয়েগমান (ইংল্যান্ড)

উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড: মিরোস্লাভ ক্লোসা (জার্মানি)

Link copied!