• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মিয়ামিতে যাওয়ার আগে চীনে মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০৫:০৯ পিএম
মিয়ামিতে যাওয়ার আগে চীনে মেসি

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা আগামী সপ্তাহে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ফুটবল সুপারস্টার লিওনেল মেসি শনিবার প্রাইভেট জেটে বেইজিং পৌঁছেছেন এবং শত শত উচ্ছ্বসিত ভক্তরা তাকে স্বাগত জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি অনুসারে, কয়েকশ ভক্ত যারা বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করছিলেন। তাদের অনেকেই অ্যালবিসেলেস্তের ১০ নম্বর নীল-সাদা ডোরাকাটা জার্সি পরেছিলেন এবং "মেসি! মেসি!" আওয়াজ তুলছিলেন।

আরো কয়েক শতাধিক লোক তার হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন। লিয়াংমা নদীর তীরে অপেক্ষা করছিলেন যা বেইজিংবাসীদের কাছে হাঁটার জন্য জনপ্রিয়। এটি মেসির সপ্তম চীন সফর। সর্বশেষ ২০১৭ সালে শেষবার গিয়েছিলেন।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৫ জুন বেইজিংয়ের সদ্য সংস্কার করা ৬৮,০০০ ধারণক্ষমতার ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।

এদিকে মেসি গ্রীষ্মে দলবদলে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামির সাথে ক্যারিয়ার গড়ার জন্য বেছে নিয়েছেন। এই সফরের অংশ হিসেবে ১৯ জুন আর্জেন্টিনা জাকার্তায় ইন্দোনেশিয়ার সাথে মুখোমুখি হয়ে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে।

 

Link copied!