• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্ষুদে শিষ্যদের সাথে অনুশীলনে মাশরাফি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৩:১৬ পিএম
ক্ষুদে শিষ্যদের সাথে অনুশীলনে মাশরাফি

রাজনৈতিক কর্মকান্ডের ব্যস্ততার মধ্যেও নড়াইলে নিজ মাঠে ঘাম ঝরালেন  বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্ষুদে শিষ্যদের খেলায় অনুপ্রেরনা দেওয়ার পাশাপাশি নানা উপদেশও দিয়েছেন তিনি। এছাড়া ক্রীড়া সংশ্লিষ্টদের খেলাধুলার মান উন্নয়নে নানা আশ্বাসও দিয়েছেন মাশরাফি।

বুধবার (২৮ডিসেম্বর) ভোরে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আসেন মাশরাফি। এলাকার ক্ষুদে ক্রিকেটারদের সাথে অনুশীলন করেন, নিজে ঘাম ঝরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য প্রস্তুতিও সারলেন।

অনুশীলন শেষে জেলার অনুর্ধ’১৬ দলকে নানা পরামর্শও দিয়েছেন মাশরাফি।এ সময় তাদের উৎসাহ দেন ক্রিকেট ধরে রাখার। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৩ ঘন্টা মাঠে ছিলেন তিনি।

সদ্য কৈশোরে পা দেওয়া ক্রিকেটাররা তার সান্নিধ্য পেয়ে মহাখুশি। তারা মাশরাফির সঙ্গে একবেলা অনুশীলন করতে পেরে দারুণ অনুপ্রাণিত হয়েছে।

স্থানীয় ক্রিকেট কোচ সৈয়দ তৌহিদ তুহিন বলেন, মাশরাফি ক্ষুদে খেলোয়াড়দের সাথে অনেকক্ষন কথা বলেছেন, এতে তারা উপকৃত হলো।

নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বলেন, নড়াইলে একটি জিমনেশিয়াম,একটি ইনডোর স্টেডিযাম হবে। আমি ক্রিকেট নিয়েই আছি। সামনে বিপিএল তাই নিজের প্রস্তুতিও নিলাম,অনুর্ধ’১৬ দলের খেলোয়াড়দের সাথে কথা বললাম।

 

Link copied!