• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

লিটনের রেকর্ড ফিফটি, উড়ন্ত শুরু বাংলাদেশের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৪:০৫ পিএম
লিটনের রেকর্ড ফিফটি, উড়ন্ত শুরু বাংলাদেশের
ছবি: ওয়ালটন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৮ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে ২০ বলে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের। 

বেশ কয়েকবার খেলা শুরুর সম্ভাবনা হলেও বৃষ্টি বাঁধায় দেরী হয়েছে এক ঘণ্টা চল্লিশ মিনিট। এত বিলম্বে যেন বৃষ্টির উপর বেজায় চটে গিয়েছিলেন লিটন। মাঠে নেমে সেই রাগ পুরোটাই ঝেড়েছেন আয়ারাল্যান্ডের বোলারদের উপর।

১৭ ওভারের খেলায় পাওয়ার প্লে দেওয়া হয়েছিল পাঁচ ওভার। সেখানে প্রথম দুই ওভারে লিটন আর রনি তালুকদার মিলে তোলেন ২১ রান। তৃতীয় ওভারে আসে আরও ১৬ রান।

চতুর্থ ওভার থেকেই নিজের ভয়ঙ্কর রুপ দেখানো শুরু করেন লিটন। ওই ওভারের প্রথম তিন বলে তার ব্যাট থেকে আসে ১৪ রান। পরের ওভারেও একই পরিসংখ্যান। প্রথম তিন বলে লিটন হাঁকান এক ছক্কা ও দুই চার।

পাওয়ার প্লের পাঁচ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ৭৩ রান। এরপর ইনিংসের ষষ্ট ওভারে আসে সেই মাহেন্দ্রক্ষণ। আইরিশ বোলার বেঞ্জামিনের করা ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে নিজের ফিফটি স্পর্শ করেন লিটন। ফিফটি স্পর্শ করার সময়ে লিটন খেলেছেন মাত্র ১৮ বল।

এটাই এখন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এটাই এতদিন বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল। এবার সেটাই ভেঙে নিজের নামে লেখালেন লিটন।

শুধু ব্যক্তিগত নয় দলীয় দিকেও আরেকটি মাইফলক স্পর্শ করেছে  রনি তালুকদার  ও লিটন দাসের জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২৩ রান। এটাই টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

Link copied!