• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার কোচিং স্টাফে জয়াবর্ধনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৪:৪১ পিএম
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার কোচিং স্টাফে জয়াবর্ধনে

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরেও প্রাথমিক পর্ব খেলবে শ্রীলঙ্কা। এশিয়া কাপজয়ী দলের কোচিং প্যানেলে এবার নতুন মুখ যুক্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দলটির কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

এশিয়া কাপ শেষ হওয়ার পরই দেশটির বোর্ড প্রধান শাম্মি সিলভা জানিয়েছিলেন, বিশ্বকাপের কোচিং প্যানেলে যুক্ত হবেন মাহেলা জয়াবর্ধনে। এবার হলোও তাই, কোচিং কনসালট্যান্ট হিসেবে জাতীয় দলের সাথে যুক্ত হলেন।

শ্রীলঙ্কার জাতীয় দলের সাথে কাজ করার অভিজ্ঞতা অবশ্য জয়াবর্ধনের জন্য নতুন নয়। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সাথে কাজ করেছিলেন। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা যুব দলের কনসালট্যান্ট হিসেবে কাজ করেছিলেন তিনি।

চলতি বছরের ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগেই জয়াবর্ধনেকে দলে ভিড়িয়েছে লঙ্কান।

দলের কোচ ক্রিস সিলভারউডের সাথে মূলত কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করবেন তিনি। ক্রিকেটাররা ক্রিস সিলভারউডের অধীনে অনুশীলন ও কন্ডিশনিং করবেন।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার আর কোনো সিরিজ খেলবে না। মেলবোর্নে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে দাসুন শানাকার দল। এরপরই বিশ্বকাপের লড়াইয়ে নামবে দলটি। এবারের বিশ্বকাপে অবশ্য দলটিকে খেলতে হবে প্রথম রাউন্ডে। আগামী ১৬ অক্টোবর ভিক্টোরিয়ার গিলং ক্রিকেট মাঠে দলটি মুখোমুখি হবে নামিবিয়ার।

Link copied!