• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

জাপানি টেনিস তারকা ওসাকার লক্ষ্য প্যারিস অলিম্পিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ১১:২৯ এএম
জাপানি টেনিস তারকা ওসাকার লক্ষ্য প্যারিস অলিম্পিক
নাওমি ওসাকা । ছবি: সংগৃহীত

বিশ্বের সাবেক এক নম্বর নারী টেনিস তারকা জাপানের নাওমি ওসাকা ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে খেলার চিন্তা করেছেন। তবে আপাতত তিনি ব্রিসবেন ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশ নিবেন অলিম্পিকের প্রস্তুতি হিসেবে। এই আসর ৩১ ডিসেম্বর শুরু হবে।

২৬ বছর বয়সী ওসাকা জুলাই মাসে কন্যা শাইকে জন্ম দেন। ওসাকা বলেন, আমি শাইয়ের মা হতে পেরে দারুণ সুখি। আমার মনে হয়, আমি তার জন্য খেলছি।

তিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতামূলকভাবে খেলেনি।

ওসাকা বলেন, আমি আরও গ্র্যান্ড স্লাম জিততে চাই এবং আমার অনুমান ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের জন্য বেশি অনুশীলন করতে হবে।  

চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ওসাকা, যিনি মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে খেলা থেকে বেশ কিছুটা সময় বিরতি নিয়েছেন। টোকিও অলিম্পিকে জাপানের প্রতিনিধিত্ব করেন ওসাকা। কিন্তু তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রোসোভার কাছে হেওে যান।

ওসাকা ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেন শিরোপা জিতেছেন। ২০১৯ ও ২০২১ সালে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। 
 

Link copied!