• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

আবারও বৃষ্টি নেমেছে চট্টগ্রামে, বিলম্বিত হওয়ার শঙ্কা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৩:২০ পিএম
আবারও বৃষ্টি নেমেছে চট্টগ্রামে,  বিলম্বিত হওয়ার শঙ্কা
ছবি: ওয়ালটন

প্রথম দফা বৃষ্টি থামার পর সরিয়ে ফেলা হয়েছিল কাভার। আম্পয়াররা মাঠ পর্যবেক্ষণ করার পর জানানো হয়, খেলা শুরু হবে বিকাল ৩.১৫ মিনিটে। এছাড়া ২০ ওভারের জায়গায় ১৯ ওভার করে খেলা হওয়ার কথাও জানানো হয়েছিল। কিন্তু এরপরই আবারও বৃষ্টি নেমেছে সাগরিকায়।

 জায়ান্ট স্ক্রিনে খেলা শুরুর ঘোষণা ভেসে ওঠার কিছুক্ষণ পরই বেরসিক বৃষ্টি নামে। এরপর আবারও শুরু হয় গ্রাউন্ডসম্যানদের কর্মতৎপরতা।এবারের বৃষ্টিতে তৈরি হয়েছে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা।

শেষ খবর অনুযায়ী এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। ফলে আবার কখন খেলা শুরু হবে সেটা এখনই জানা যাচ্ছে না। দর্শকরা অপেক্ষা করছেন খেলা শুরু হওয়ার।

প্রথম ম্যাচ জয়ের পর আজ টাইগাররা মাঠে নামবে সিরিজ জয় নিশ্চিত করতে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আইরিশদের সামনে।

Link copied!