আয়ারল্যান্ডের বিপক্ষ একমাত্র টেস্টের আগে বাংলাদেশ দলে যেন ছিটকে যাওয়ার মিছিল শুরু হয়েছে। তাসকিন আহমেদের পর এবার ওপেনার তামিম ইকবালের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে চোটের কারণে খেলতে পারেননি তামিম। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল বলের ক্রিকেটে ফেরার কথা ছিল তার। তবে আপাতত সেটা সম্ভব নাও হতে পারে।
ছেলের অসুস্থতার কারণেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে তামিমকে নাও পেতে পারে বাংলাদেশ। তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরির কথা নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, “তামিমের ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে তিনি ব্যস্ত। শেষ মুহূর্তে খেলবে কি না নিশ্চিত না। আশা করি হয়ত খেলবেন।”
এর আগে সাইডস্ট্রেনের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন।
এই চোটের কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া চোটেই টেস্ট খেলা হচ্ছে না তার।