• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

টি-টোয়েন্টির আগে যে পরিকল্পনার কথা জানালেন হাথুরুসিংহে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৩:৩৮ পিএম
টি-টোয়েন্টির আগে যে পরিকল্পনার কথা জানালেন হাথুরুসিংহে
বাংলাদেশের হেড কোচ ন্ডিকা হাথুরুসিংহে। ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার (২৭ ডিসেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

প্রথম ম্যাচের আগে তাই বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ কি প্রথম জয়ের স্বাদ পাবে এবার—এমন প্রশ্নে জবাবে সর্বশেষ ওয়ানডে ম্যাচে জয়ের প্রসঙ্গটা তুলে আনলেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে টানা ১৮ হারের পর এসেছে প্রথম জয়।

সেই প্রসঙ্গ তুলে টাইগার কোচ বললেন, “আমরা আমাদের রেকর্ডটা জানি। এখানে আমরা একটি টি-টোয়েন্টিও জিততে পারিনি। ওয়ানডেতেও আমাদের রেকর্ডটা এমনই ছিল।”

হাথুরু আরও বলেন, “আমরা সর্বশেষ ম্যাচটা জিততে পেরেছি। পরিকল্পনার কথা বললে আমি বলব, কন্ডিশন অনুযায়ী অনেক পরিকল্পনাই সাজানো হয়েছে। সবকিছু বিবেচনা করে ঠিক করব, কোন পরিকল্পনা ধরে এগিয়ে যাব এবং আমরা কীভাবে খেলতে চাই।”

হাথুরুর কথা জানা গেল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। টাইগারদের হেড কোচের কথায়, “আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। আমরা এখন থেকেই আমাদের পরিকল্পনাটা শুরু করতে চাই। এখন থেকে আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, সঙ্গে বিপিএলও আছে। আমরা আমাদের সমন্বয়টা বের করার চেষ্টা করব। বিশ্বকাপে আমরা কীভাবে খেলতে চাই, সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই আসলে পরিকল্পনা।”

Link copied!