• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

সিরিজ জয়ের দারুণ সুযোগ বাংলাদেশের : পোথাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০৪:২১ পিএম
সিরিজ জয়ের দারুণ সুযোগ বাংলাদেশের : পোথাস
বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ে। নেপিয়ারের ওই সফল মিশন শেষে বাংলাদেশ দল এখন মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ এখানেই হবে। এখানে বাকি  দুটি ম্যাচের একটি জিততে পারলেই আরেক ইতিহাস গড়বে নাজমুল হোসেন শান্তরা। সেটা হলো, প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জেতা। আর সেটার দারুণ সুযোগ রয়েছে বলে মনে করেন দলের সহকারী কোচ নিক পোথাস। 

মঙ্গানুইয়ে পৌঁছে টাইগারদের পোথাস বলেন, ‘লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরি নয়, বিশ্রাম নেয়াটা জরুরি। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয়।’

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি মাঠে গড়াবে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে। আর তৃতীয় ও শেষ ম্যাচটির সময় রোববার সকাল ৬টা।

পোথাস বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ এটি। ছেলেদের আগের উদ্যোম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবিলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।’

পোথাস আরও বলেন, ‘আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়। ছেলেরা যদি আগামী ২-৩ বছর এভাবেই খেলতে পারে তাহলে তারা দেখিয়ে দিবে নিজেদের যোগ্যতা। বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে একটাই চান্স।’
 

Link copied!